চট্টগ্রামে তিন দিনব্যাপী হেলথ এ্যান্ড মেডিকেল এক্সপো ২০২৩'এর শুভ উদ্বোধন

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ অক্টোবর ১২, ০৩:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম এগিয়ে যাওয়া মানেই বাংলাদেশ এগিয়ে যাওয়া।পর সমালোচনা না করে সহযোগিতার মাধ্যমে একে অপরের সাথে সমন্বয় করে এ দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ই অক্টোবর) সকাল ১১ টায় নগরীর জিইসি কনভেনশন হলে তিন দিনব্যাপী হেলথ এ্যান্ড মেডিকেল এক্সপো ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ম্যাক্স ম্যানেজমেন্ট আয়োজিত এ মেলায় জুনাইদ আসাদ এর সঞ্চালনায দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল, প্রধান সম্মনয়কারী শহীদুল্লাহ হিরু ও সাইফুল্লাহ মনছুরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

হেলথ এন্ড মেডিকেল এক্সপোতে দেশী ও বিদেশী ১০০টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় মেডিকেল, সার্জিকেল, ল্যাব ইকুইপমেন্ট, ইন্টারন্যাশনাল হসপিটালের ইনফরমেশন সেন্টার, মেডিকেল টুরিজম, ফ্রি চেক আপ সহ যাবতীয় চিকিৎসা ক্যাম্পিং এর ব্যবস্থা।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework