বাবলা বড়ুয়া : নিবেদিত প্রাণ এক নাট্যশিল্পীর কথকতা 


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ২৭, ০২:৪৭ অপরাহ্ন

এইচ এম শাকিল,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: নাট্যমঞ্চের প্রতি ঝোঁক কমবেশি সবারই থাকে। কেউ কেউ আরাধ্য সে মঞ্চে কালেভদ্রে দুয়েকবার উঠেই পাঠ চুকিয়ে ফেলেন। সখের অভিনয়ে সবাই থিতু হতে পারে না। জীবন ও জীবিকার তাগিদে সে নেশা ছাড়তে বাধ্য হয় অনেকেই। কিন্তু একজন ব্যতিক্রমী নাট্যশিল্পীর সন্ধান আছে আমার কাছে, তিনি বাবলা বড়ুয়া।

পেশায় একজন তুলিকার। সেই কাপড়ের থানে যত্নে শৈল্পিক অক্ষর ফুটিয়ে ব্যানার তৈরি করাকেই বেছে নিয়েছিলেন জীবিকা হিসেবে। সেই সুবাদেই পরিচয়  নিবেদিতপ্রাণ নাট্যজন গৌরাঙ্গ দাশের সঙ্গে। গৌরাঙ্গ বাবুর হাত ধরেই একদিন মির্জাপুর নাট্য গোষ্ঠীর একটি পৌরাণিক পালায় প্রধান চরিত্রে অভিনয় করলেন। এক রাতেই মঞ্চ শেষ হলেও বাবলার মনে গেঁথে গেলো নাট্যনেশা। সেই নেশা তাঁকে একবছরেই নিয়ে আসে মির্জাপুর নাট্য গোষ্ঠীর সম্পাদকের দায়িত্বে। তারপর শুরু কেবল নাট্যপদযাত্রা। গ্রাম থেকে গ্রামে, শহর থেকে নগরে, থিয়েটার থেকে বেতার টেলিভিশন - সবখানেই চলতে থাকে তাঁর দরদী বিচরণ। এক সময় ভিজ্যুয়াল নির্মাণের নেশাও তাঁকে পেয়ে বসে। 

প্রথমে নির্মাণ করলেন "অবুঝ ভালোবাসা।" চট্টলার চলচ্চিত্র তারকা সুজন সেই টেলিফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেন, রোমান্টিক হিরো হিসেবে সুজনের ছোটভাইয়ের চরিত্রে নিজেই পারফর্ম করলেন। একঝাঁক চট্টলতারকার অভিনয়ে অবুঝ ভালোবাসা টেলিফিল্মটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর নির্মাণ করেন আরও কয়েকটি, কোনওটাই ফ্লপ হয়নি। 

ভিজ্যুয়াল অ্যাক্টিভিটির মাঝেই ঘনিষ্ঠ হয়ে ওঠেন চট্টল থিয়েটারের কর্ণধার নাট্যজন শওকত ইকবালের সাথে। শওকত ইকবাল তাঁর টিভি প্রযোজনায় নিয়মিত কাস্ট করতে থাকেন বাবলা বড়ুয়াকে। শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের কালজয়ী গানকে প্রতি ঈদ অনুষ্ঠানে ভিন্নমাত্রায় উপস্থাপন করেন প্রযোজক শওকত ইকবাল, সেই গানগুলোর চিত্রায়ণে নিয়মিত পারফর্মার বাবলা বড়ুয়া। টিভি পালা "কমলা সুন্দরী" ও নবীন পালাকার জসিম মুহাম্মদ রুশনী'র "রঙমহল" তার অভিনয় ও নির্দেশনার অন্যতম স্বাক্ষর। 

জন্মস্থান চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলাস্থ গুমানমর্দন। তাঁর অমর কীর্তির স্বাক্ষর হিসেবে সেই অজপাড়াগাঁ গুমানমর্দনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের ঐকান্তিক সহযোগিতায় "বোয়ালিয়া বটমূলের বৈশাখী মেলার , আহ্বায়কের দায়িত্ব পালন করছেন যা বিগত কয়েকবছর ধরে উত্তরোত্তর জাঁকজমকের সাথে উদযাপিত হয়ে আসছে। 

বয়স এখন পঞ্চাশ পেরিয়েছে, তথাপি চিরসবুজ এই নাট্যশিল্পী নাটকের ঘেরাটোপেই পড়ে আছেন। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি যাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের অন্যতম নাট্যজন সুদর্শন চক্রবর্তী উত্তম কুমার ( লেডা মিয়া ) ও নাট্যকার অরবিন্দু চক্রবর্তী। গৌরাঙ্গ দাশ ও শওকত ইববালকে তিনি পথিকৃৎ মানেন আর নাট্যসহযোদ্ধাদের মধ্যে জসিম রুশনীকে একজন শক্তিমান ও গুণী অভিনেতা হিসেবে মূল্যায়ন করেন। আপাদমস্তক অভিনয়শিল্পী বাবলা বড়ুয়া আমৃত্যু অভিনয়েই থাকতে চান। আমরা এই নিবেদিতপ্রাণ নাট্যশিল্পীর জন্য অনিঃশেষ শুভ কামনা করছি।
 


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework