২ বছরের সাজাপ্রাপ্ত প্রতারণা মামলার আসামি কারাগারে

মো. জুনায়েদ হাসান | মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ সেপ্টেম্বর ২১, ০৬:৩৪ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রতারণা মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল উদ্দিন মোহাম্মদ ইউসুফ প্রকাশ ইউসুফ ছালে (৬৯) কে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ নং চট্টগ্রাম আদালতের বিচারক কাজী শরীফ উদ্দিনের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। 

জামাল উদ্দিন মোহাম্মদ ইউসুফ প্রকাশ ইউসুফ ছালেহ (৬৯) চন্দনাইশের উত্তর কেশুয়া ২ নং ওয়ার্ডের মৃত হাজ্বী ছালেহ আহামদের ছেলে। 

মামলার বাদি পক্ষের আইনজীবী সৈয়দ মোহাম্মদ ইমরান খান জানিয়েছেন, ২০২১ সালের ৩০ শে জুন আসামির বিরুদ্ধে বাদি মো: জানে আলম বিজ্ঞ আদালতে প্রতারণা মামলা (সিআর মামলা নং-১১৫১/২১) দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন এবং ৩ জন সাক্ষি প্রমান গ্রহণের ভিত্তিতে আদালত গত ৩০-০৮-২০২৩ ইং তারিখে রায় দিয়ে আসামিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড কার্যকর করেন। তখন থেকেই আসামি ইউসুফ পলাতক থাকে। পরবর্তীতে বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি আত্মসমর্পণ করতে গেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফ উদ্দিন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার বাদি মো: জানে আলম বিজ্ঞ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, কয়েক বছর আগে ইউসুফের সাথে আমার ব্যবসায়ীক লেনদেন হয়। একপর্যায়ে সে আমার সাথে প্রতারণা করলে আমি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করি। ২ বছর মামলার আইনি প্রক্রিয়া শেষে আদালত তাকে গ্রেফতারী ওয়ারেন্ট দেয়। এতদিন সে পলাতক ছিলো। আজকে হাজিরা দিতে আসলে আদালত তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

মামলার বাদি মো: জানে আলম চন্দনাইশ উপজেলার একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। পেশাগত কারণে তিনি চট্টগ্রাম শহরে বসবাস করেন।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework