মনোনয়ন প্রত্যাশীদের কড়া নির্দেশনা দিলেন শেখ হাসিনা


প্রকাশিত : রবিবার, ২০২৩ নভেম্বর ২৬, ০২:০৯ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো অবস্থাতেই বিদ্রোহী প্রার্থী হওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, যাকেই নৌকার মনোনয়ন দেয়া হবে তার জন্যই সবাইকে কাজ করতে হবে।

রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা বিএনপি- জামায়াতের নাশকতা প্রতিরোধ ও অপপ্রচার বন্ধে রাজপথে থাকারও নির্দেশনা দেন নেতাদের।  

 আওয়ামী লীগ প্রার্থীদের আজ মাহেন্দ্রক্ষণ। প্রার্থীতা বাছাইয়ের পূর্বক্ষণে নৌকার সম্ভাব্য মাঝিদের গণভবনে ডাকেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল সকাল গণভবনের ভেতরে মিলনমেলা বসে নৌকার কাণ্ডারিদের। 
 
সারাদেশ থেকে ৩ হাজার ৩৬২ জন আসেন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে। উৎসাহ উদ্দীপনা নিয়ে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।
 
মনোনয়ন প্রত্যাশীদের সারিতে ছিলেন খেলার মাঠে প্রিয় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌসসহ নানা অঙ্গনের তারকারা। প্রার্থীরা বলছেন, মাঠে যারা কাজ করেছেন, জনসম্পৃক্ততা রয়েছে এমন ত্যাগী আর পরীক্ষিতদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ।
 
প্রার্থীরা বলছেন, দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তার জন্যই কাজ করবেন তারা। আগামী দিনে নৌকাকে তীরে ভেড়াতে একাট্টা মনোনয়ন প্রত্যাশীরা।
 
আড়াই ঘণ্টার পর বেলা সাড়ে ১২টায় শেষ হয় বৈঠক। গণভবন থেকে বেরিয়ে প্রার্থীরা বলেন, বিএনপির নাশকতা প্রতিরোধ আর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 নৌকার বিজয় সুনিশ্চিত করা পর্যন্ত মাঠে থাকার কড়া নির্দেশনা দেন শেখ হাসিনা।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework