রাজধানীতে ৮ দিনে ‘বিএনপি’র ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার

মিডিয়া এক্সপ্রেস ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ নভেম্বর ০৫, ০৪:৫৮ অপরাহ্ন

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে রাজধানীতে ইতিমধ্যে ৮৯টি মামলা হয়েছে। মহাসমাবেশ ঘিরে সহিংসতা, নাশকতা, পুলিশকে মারধর, পুলিশ সদস্য হত্যা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় দুই হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতাকর্মী বলে দাবি করছে দলটি।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

এর মধ্যে পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা, সেখানে ছয়টি মামলা করা হয়েছে। অধিকাংশ মামলার বাদী পুলিশ।

এসব মামলায় ৪ তারিখ পর্যন্ত দুই হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework