সেই ৫ কর্মকর্তা-কর্মচারীর সম্পদের তথ্য চেয়ে দুদককে পিএসসির চিঠি


প্রকাশিত : বুধবার, ২০২৪ জুলাই ১০, ১১:৩৫ অপরাহ্ন

প্রশ্নফাঁসকাণ্ডে বরখাস্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সম্পদের তথ্য অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (১০ জুলাই) পিএসসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব জামিলা শবনমের সই করা চিঠিটি দুদক সচিব খোরশেদা ইয়াসমিনের কাছে পাঠানো হয়।

দুদককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার আগে প্রশ্নপত্র প্রকাশ এবং বিতরণ করে অপরাধ সংঘটনে জড়িত থাকার অভিযোগে কর্ম কমিশনের পাঁচজনসহ অন্যদের আসামি করে পল্টন থানায় মামলা হয়েছে। এদের মধ্যে পাঁচজন কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন।

এছাড়া, তাদের নিজ নামে ও তাদের পরিবারের সদস্যের নামে অসাধু উপায়ে অর্জিত ও তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তি তাদের দখলে রয়েছে বা মালিকানা অর্জন করেছেন মর্মে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এভাবে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর তফসিলভুক্ত অপরাধ হওয়ায় দুর্নীতি দমন কমিশনের তদন্তপূর্বক উপযুক্ত আদালতে মামলা করার লক্ষ্যে সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা নেয়া প্রয়োজন। তাই এসব অভিযোগ তদন্ত করে কমিশনকে জানাতে অনুরোধ করা হলো।

গত ১২ বছরে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৮ জুলাই তাদের বিরুদ্ধে ২০২৩-এর ১১ ও ১৫ ধারা অনুযায়ী পল্টন থানায় মামলা করে পুলিশ। এদের মধ্যে পিএসসির পাঁচ কর্মকর্তা-কর্মচারী থাকায় ৯ জুলাই তাদের বরখাস্ত করে কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া পাঁচজন হলেন: পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম মো. আলমগীর কবির এবং অফিস সহায়ক (ডেসপাস রাইডার) খলিলুর রহমান এবং আরেক সহায়ক সাজেদুল ইসলাম।

গ্রেফতার অপর ১২ জন হলেন: ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন, পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান, বেকার যুবক লিটন সরকার।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework