দেশ এক্সপ্রেস

কক্সবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ১১:১৪ পূর্বাহ্ন
#

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। আহত হয়েছেন আরও দুজন। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চকোরিয়া থেকে একটি ট্রাক পেকুয়ায় যাওয়ার পথে এবিসি আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হন। আহত তিন শিশুকে চকোরিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় একজন।

নিহতদের মরদেহ পেকুয়া হসপাতালে রাখা হয়েছে বলেও জানান সিরাজুল মোস্তফা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video