খাগড়াছড়িতে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেল বাস, ২০ পর্যটক আহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ১১:১৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আলুটিলা পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের মাধ্যমে তারা ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন। আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে যাওয়ার পথে বাসটি একটি পাহাড়ে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়।

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, ‘আমরা ধারণা করছি, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। তখন বাসটি পাহাড়ে আঘাত করে উল্টে যায়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।’

এদিকে, বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ার কারণে উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান আব্দুল বাতেন মৃধা। তিনি জানান, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। এখন যান চলাচল স্বাভাবিক।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework