নরসিংদীতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত : রবিবার, ২০২৩ সেপ্টেম্বর ১০, ০৩:২৮ অপরাহ্ন

 

নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পচ্চবটি ইদগাহ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


জানা গেছে, নিহত সাইফুল একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে এবং একজন পেশাদার রাজমিস্ত্রি ও গরু ব্যবসায়ী ছিলেন।


নিহতের স্বজন ও পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষকরা সাইফুল ইসলামের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ইদগাহ মাঠে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরু ব্যবসা সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework