কর্মক্ষেত্রে যোগ দিয়ে যে বার্তা দিলেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ আগস্ট ১০, ০২:২০ অপরাহ্ন

নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে- অন্তবর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া যেকোনো ধরনের খারাপ আইন সংস্কারের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে আইন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারা দেশের সংস্কার। এই দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যত দিন থাকা দরকার হবে, অন্তবর্তীকালীন সরকার তত দিন দায়িত্ব পালন করবে।
 
 যেকোনো ধরনের খারাপ আইন সংস্কারের ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনের শিকার আমি নিজেও। অতএব এই আইনটিকে ভালোবাসার কোনো কারণ নেই।
 
প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন।
 
 ‘ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাকে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি ফুল কোর্ট সভা ডেকেছিলেন। এটি ঠিক করেননি’, যোগ করেন আসিফ নজরুল। 


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework