২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সবাইকে কর্মস্থলে ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ আগস্ট ০৭, ০৫:১২ অপরাহ্ন

পুলিশের সব সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব-স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনা দেয়া হচ্ছে।

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ‘ছাত্র-সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।’
 
মো. ময়নুল ইসলাম বলেন, ‘জননিরাপত্তাকে মাথায় রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।’
 
যেসব পুলিশ সদস্যের অতি উৎসাহ ও পেশাদার আচরণের কারণে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework