সিপিআর ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ সেপ্টেম্বর ১০, ০৫:২১ অপরাহ্ন

চট্টগ্রামে ১ম বারের মতো মিডিয়া এক্সপ্রেস এর আয়োজনে ইসলামিক রিয়েলিটি ‘সিপিআর ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

মিডিয়া এক্সপ্রেস এর নিজস্ব স্টুডিওতে ‘ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা’ অডিশন রাউন্ডসহ স্টুডিও রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ক্বেরাত বিভাগ এবং হামদ-নাত বিভাগ থেকে পুরস্কার প্রদান করা হবে।

►রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে  ১০ সেপ্টেম্বর, ২০২৪ ইং থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত। 

রেজিষ্ট্রেশন করার নিয়মাবলি :
► প্রতিযোগীতার বিভাগ সমূহ: ক) ক্বেরাত খ) হামদ-নাত।
►একজন প্রতিযোগী যেকোনো একটা বিভাগে অংশগ্রহণ করতে পারবে.।
► প্রতিযোগীর বয়স/শ্রেণী : ৪র্থ/মুতাফাররেকা/৭বছর থেকে এসএসসি/দাখিল/দওম/১৬বছর হতে হবে।
► রেজিষ্ট্রেশন ফি : ১০০ টাকা।
►  অফলাইন ও অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে।
► অফলাইন : স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করা যাবে।
► অনলাইনে রেজিষ্ট্রেশনে জন্য ভিজিট করুন: https://shorturl.at/c8uuf
►এছাড়াও সরাসরি মিডিয়া এক্সপ্রেস এর চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করতে পারবেন।

চট্টগ্রাম বিভাগীয় অফিস : জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (১ম ও ২য় তলা), রৌফাবাদ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। মোবাইল : 01316395150(whatapp), 01813292977(bkash)


 


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework