আ.লীগ নেতারা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে: জামায়াতে আমীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ আগস্ট ২৪, ০৩:১৬ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ গুম, খুন, লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ নেতা-কর্মীরা দেশের মানুষের ওপর, ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর এতটাই নির্যাতন করেছে যে, বিচারের ভয়ে তাঁরা পালিয়ে বেড়াচ্ছে। পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে।

আজ শনিবার সকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর মাস্টার আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মহসিন আহমেদের পরিচালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

গতকাল বিজবির হাতে আটক হওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ‘সোনা মানিক’ আখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘সোনা মানিক ভারতে পালাতে গিয়ে সিলেটের সীমান্তে ধরা পড়েছে। ৬০ থেকে ৭০ লাখ টাকাও নাকি তাঁর কাছে পাওয়া গেছে, এভাবেই তারা ধরা পড়বে।’ 

ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর উল্লেখ করে তিনি বলেন, এরা আমাদের জাতীয় সম্পদ। তাদের আত্মত্যাগের কারণে দেশ একটি জুলুমবাজ সরকারের হাত থেকে রক্ষা পেয়েছে।

অন্তর্বর্তী সরকার নিয়ে শফিকুর রহমান বলেন, ‘এই সরকার অত্যন্ত স্বচ্ছ। তারা দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখবে না, যথা সময়ে নির্বাচন দেবে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে, আওয়ামী লীগের নির্বাহী আদেশই তো আমরা মানিনা, অবৈধ কোনো সরকারের আদেশ বৈধ হতে পারে না।’ তিনি বলেন, ‘নিবন্ধনের বিষয়টি আদালতের রায়ের বিষয়, আমরা আইনগতভাবেই সেটি মোকাবিলা করব।’

পরে ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জে নিহত ১৪ জনের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework