২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেফতার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা কামরুল হুদাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এর আদালত এই আদেশ দেন।
কামরুল হুদা, কক্সবাজার জেলার কুতুবদিয়ায় উপজেলার বাসিন্দা। তিনি দুদকের এএসআই হিসেবে কুমিল্লায় কর্মরত।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) (প্রসিকিউশন) কামরুল হাসান।
আদালত সূত্রে জানা যায়, কিছুদিন আগে চট্টগ্রাম নগরের গয়না ব্যবসায়ী পরিমল ধরকে দুদক কর্মকর্তা কামরুল হুদা জানান তাঁর (পরিমল ধর) বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ এসেছে। এটি সমাধান করতে হলে ২০ লাখ টাকা লাগবে। এর সূত্র ধরে শনিবার রাতে কামরুল হুদার সঙ্গে দেখা করতে নগরের একটি রেস্তোরাঁয় যান পরিমল ধর। এর আগেই বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে রাখেন। এ ঘটনায় পরিমল বাদী হয়ে মামলা করেছেন।