মুশফিকুর রহিমের ফেরা আগেই নিশ্চিত হয়েছিল। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তার দেশে ফেরার কথা ছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ শেষে দেশে ফিরেছেন তিনি। তার সঙ্গে ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানও ফিরেছেন বাংলাদেশে। তার ফেরার কারণ হিসেবে অবশ্য বিস্তারিত কিছু বলা হয়নি।
৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। ছয়দিনের এই বিরতিতে দেশে ঘুরে যাবেন মুশফিক-সাকিব। ১৩ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
এশিয়া কাপে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম পর্বের শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আফগানিস্তানের সঙ্গে বড় জয়ে সুপার ফোর খেলা নিশ্চিত করে বাংলাদেশ। এই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারে তারা।
পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠে দারুণ বোলিংয়ের পর ২৫৭ রানে অলআউট করে। পরে ব্যাটারদের ব্যর্থতার কারণে ২১ রানে হারে বাংলাদেশ।
মন্তব্য করুন