চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনীতে সরকারি কোয়ার্টারের আদলে গড়ে ওঠেছে একাধিক অবৈধ বসতঘর। এসব বসতঘরে রান্নার সুবিধা নিতে বৈধ গ্যাস সংযোগ থেকে দেয়া হয়েছে একাধিক অবৈধ গ্যাস সংযোগ। যার সবই নিয়ন্ত্রণ করে রেলওয়েতে কর্মরত কর্মচারীরা।
উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনীতে একাধিক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর ভিজিল্যান্স ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো: শামসুল করিমের নির্দেশনায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কারি একটি টিম অভিযান চালিয়ে ৪টি কোয়ার্টার থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
অভিযানে ঝাউতলা রেলওয়ে কলোনীর ৬২২/এ, (আব্দুল মালেক), ৬৩৩/এ ( এনামুল হক মানিক), ৬৩৩/বি,(জোছনা আক্তার) এবং ৬৩৭/বি ( মো:ওমর ফারুক) এর কোয়ার্টারে অভিযান চালিয়ে বৈধ গ্যাস সংযোগ থেকে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার দায়ে তাদের সবকটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রত্যেকের গ্যাস মিটার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভিজিল্যান্স ডিপার্টমেন্ট।
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর তাদের আইনের আওতায় আনা হবে কিনা জানতে চাইলে তাদের
জরিমানার আওতায় এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান ভিজিল্যান্স ডিপার্টমেন্ট।
এর আগে গত আগস্টের ২১তারিখ গণমাধ্যম কর্মীদের একটি অনুসন্ধানি টিম গোপন তথ্যের ভিত্তিতে উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনীতে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে সত্যতা জানতে ঘটনাস্থলে গেলে একাধিক অবৈধ গ্যাস সংযোগ দেখতে পায়। যার ভিডিও চিত্র প্রতিবেদকের কাছে সংগৃহীত।
তৎক্ষনাৎ ঘটনাস্থলে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারি বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কোয়ার্টার নাম্বার ৬৩৭/বি এর কোয়ার্টার হোল্ডার মোঃ ওমর ফারুক এসে পৌঁছালে সংবাদ কর্মীদের সাথে অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হন। একপর্যায়ে নিজের অজান্তে তা স্বীকার করলেও এই এলাকায় তিনি ছাড়াও অনেক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে জানান সংবাদ কর্মীদের। যার ভিডিও চিত্র প্রতিবেদকের কাছে সংগৃহীত আছে। এসময় তিনি অসংখ্য কোয়ার্টার নাম্বারসহ কোয়ার্টার হোল্ডার এর নামের তালিকা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সংযোগ বিচ্ছিন্ন হওয়া এই চারটি কোয়ার্টার হোল্ডারদের মধ্যে
মোঃ ওমর ফারুক বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন'র কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আরেকজন কোয়ার্টার হোল্ডার এনামুল হক মানিক পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ এন্ড ওয়াগন মেরামত কারখানায় কর্মরত রয়েছেন।এছাড়াও তিনি বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কারখানা শাখা চট্টগ্রামের যুগ্ন সম্পাদক পদেও রয়েছেন।
এবিষয়ে কথা হলে সিআরবি'র অডিট বিভাগের হিসাবরক্ষক ও উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ সাইফুর রহমান প্রতিবেদককে জানান, এই কলোনিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমার।
তিনি প্রতিবেদককে আরো জানান, আমাদের কলোনিতে বিভিন্ন সমস্যা থাকার কারনে গেল সপ্তাহে ডিআরএম স্যারের শরণাপন্ন হয়েছি এবং বিদ্যুৎ,পানি ও গ্যাসের অবৈধ’র বিষয়টিও জানিয়েছি।
গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সরকারের রাজস্ব ফাঁকি হ্রাস করতে তথ্য নিয়ে এই কলোনিতে অন্যান্য অবৈধ গ্যাস সংযোগগুলো সময় সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন