টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৫-এ শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ভূষিত হলেন সাংবাদিক ও সংগঠক সোহাগ আরেফিন। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম রিপাের্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সভাপতি’র দায়িত্ব পালন করছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারী) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘২৬ তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়।
২০০৯ সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি নিজেকে সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকান্ডের সাথে জড়িত আছেন তিনি, বিএমইউজে সাংগঠনিক সম্পাদক ছাড়াও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি এবং সামাজিক সংগঠন দুর্বার তারণ্য’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান এর দায়িত্ব পালন করে আসছে।
সারা বাংলাদেশে সোহাগ আরেফিন ছুটে গিয়েছে সাংবাদিকদের বিপদে আপদে, হামলা মামলার শিকার হলে। তৃনমুল সাংবাদিক অঙ্গনে সোহাগ আরেফিন এর জনপ্রিয়তা বিশাল।
সম্মাননা প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে সোহাগ আরেফিন বলেন ‘আমি খুবই অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য।
আপনারা জানেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের অধিকার মর্যাদা দাবী আদায়ের জন্য কাজ করে। সাংবাদিকরা মামলা হামলার শিকার হলে আইনি সহায়তা প্রদান করে। একই সাথে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) কেও আমরা পেশাদার সাংবাদিকদেরকে নিয়ে ঢেলে সাজিয়েছি।
তিনি আরো বলেন, সাংবাদিকদের কঠিন সময় যাচ্ছে এখনি সময় সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবার।
মন্তব্য করুন