নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল প্লাজায় প্রাডো গাড়ি ধাক্কা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের রেলিং ও ভেঙে যায় প্রাডো গাড়িটির সামনের কিছু অংশও।
রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, প্রাডো গাড়ির ধাক্কায় সড়কের পাশের রেলিং ভেঙে গেছে। পরে সোমবার (৩০ অক্টোবর) সকালে টোলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা এসে সড়ক পরিষ্কার এবং রেলিং মেরামত করেন। তবে দুর্ঘটনায় ওই প্রাডো গাড়িটির (ঢাকা মেট্রো-ঘ ২১৬২০০) সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টোল প্লাজা এলাকায় এটিই প্রথম কোন দুর্ঘটনা।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, গতরাতে একটি দ্রুত গতিতে আসা প্রাডো গাড়ি টানেলের টোল প্লাজায় ধাক্কা দেয়। এতে সড়কের সামান্য রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আমাদের নিরাপত্তা কর্মীরা সেটি মেরামত করেন। গাড়িটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন