আওয়ামী গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার মুখে গনতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের কথা বলে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। তারা বিরোধী দলের নেতৃত্ব নির্মূল অভিযানে নেমেছে। এভাবে চলতে থাকলে দেশ ও জাতি সাংবিধানিক সংকটে পড়বে।
তিনি আজ (শুক্রবার) সন্ধায় দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত যুগপৎ আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
২৮ অক্টোবর বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির জঘন্যতম দৃষ্টান্ত মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান বলেছেন, গণ-আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। লগি বৈঠার হত্যাকান্ড রাজনীতির ইতিহাসের কলঙ্কজনক ট্রাজেডি। তারা অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে জনগনের ওপর বর্বরোচিত হামলা মামলা নির্যাতন নিপীড়ন করছে। জনগন ভোটাধিকার প্রতিষ্ঠায় জেগে উঠেছে। এবার শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। তাই বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতঘন্টা বেজে উঠেছে।
নগর সাধারণ সম্পাদক আরিফ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, প্রচার সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, শাহারা আক্তার জেসমিন ও ছাত্র মিশন যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি