সাবেক ৮ মন্ত্রী–প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ আগস্ট ২৯, ০৬:৩৯ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত সরকারের ৮ মন্ত্রী ও ৬ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত। 


তালিকায় থাকা সাবেক মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এদের মধ্যে দীপু মনি গত ১৯ আগস্ট গুলশান থেকে গ্রেপ্তার হন। তিনি এখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, সংসদ সদস্য সলিম উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজীম উদ্দিন, ও জিয়াউর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। 

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী–প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকেই আত্মগোপনে আছেন। এরই মধ্যে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। আবার পরিবারের সদস্যসহ অনেকেরই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework