পুরস্কারের অর্থ বন্যার্তদের দান করলেন মুশফিক

খেলা ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ আগস্ট ২৫, ০৪:৫৩ অপরাহ্ন

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এর আগে ২০টি ম্যাচে বরাবর হেরে যাওয়া দলটিই আজ ১০ উইকেটের জয় পেয়েছে। পঞ্চম দিনে বোলারদের পারফরম্যান্স এমন জয় এনে দিলেও ম্যাচটা এমন পর্যায়ে এসেছে মুশফিকুর রহিমের সুবাদেই।

১৯১ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরা হয়েছেন মুশফিক। আর সে সুবাদে প্রাপ্ত অর্থ পুরস্কারটা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ৪৪৮ রান তুলেই যথেষ্ট মনে করেছিল পাকিস্তান। ২১৮ রানে ৫ উইকেট হারিয়েও ফেলেছিল বাংলাদেশ। কিন্তু মুশফিক হাল ছাড়েননি। প্রথমে লিটনকে নিয়ে একশোর্ধ্ব একটি জুটি গড়েছেন। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে সপ্তম উইকেটে ১৯৬ রানের আরেকটি জুটিতে পাকিস্তানের জয়ের আশা শেষ করে দিয়েছেন চতুর্থ দিনে।

বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য মন কাঁদছে রিজওয়ানেরবাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য মন কাঁদছে রিজওয়ানের
পাকিস্তানও হার মানল, রইল বাকি দুইপাকিস্তানও হার মানল, রইল বাকি দুই
আজ বাংলাদেশের বোলিং আক্রমণ সবাই মিলে জয়ের ভিত গড়ে দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৪৬ রানে গুটিয়ে দিয়েছেন মিরাজ-শরীফুল-সাকিবরা। মাত্র ৩০ রানের লক্ষ্য পেয়ে কোনো উইকেট না হারিয়েই ম্যাচ বের করে এনেছেন দুই ওপেনার।


পুরস্কার বিতরণীতে এসে মুশফিক বলেছেন, ‘এখন পর্যন্ত আমার সেরা জয়ের একটি, কারণ প্রতিপক্ষের মাটিতে আমরা ভালো করছিলাম না। সবাই পাকিস্তানে খুব ভালো প্রস্তুতি নিয়েছে, দেশেও ভালো প্রস্তুতি নিয়েছে। সিরিজের আগে আড়াই মাসের একটা ফাঁকা সময় ছিল।

এরপর নিজের সিদ্ধান্তটা জানিয়েছেন মুশফিক, ‘আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। দেশের হয়ে ভালো খেলাটা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি একটা ঘোষণা দিতে চাই। আমি আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করতে চাই।’


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework