পাকিস্তান নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে বাংলাদেশ নারী দল। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলে গড়ায় সুপার ওভারে। এক ওভারের খেলায় পাকিস্তানকে হারিয়ে ১-১ সমতায় এনেছে সিরিজ।
সুপার ওভারে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে মাত্র ৮ রান তোলে পাকিস্তান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউণ্ডারি হাঁকান সোবহানা মোস্তারি। দ্বিতীয় বলে কোনও রান নেননি, তৃতীয় বলে সিঙ্গেল নেন মোস্তারি। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নিলে শেষ দুই বলে লাগে দুই রান।
পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে এসে ব্যাট চালালেও বলের সঙ্গে এক করতে পারেননি মোস্তারি। স্টাম্পিং হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। শেষ বলে ব্যাট করতে নামেন অধিনায়ক নিগার সুলতানা। শেষ বলে লং-অনে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক।
মন্তব্য করুন