আজ–কাল বৃষ্টি কম হবে, শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা 

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ আগস্ট ২৪, ১২:০১ অপরাহ্ন

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে শিগগিরই। আজ ও অগামীকাল বৃষ্টি কম হবে, এর ফলে নেমে যেতে পারে বন্যাদুর্গত এলাকার পানি। এরই মধ্যে অনেক এলাকার পানি নামতে শুরু করেছে। 

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন। এ ছাড়া বন্যাদুর্গত এলাকার স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, উজানের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে।

কামরুল হাসান বলেন, ‘আজ এবং আগামীকাল বৃষ্টি কম হবে। ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে ২৬ তারিখে বৃষ্টি বাড়বে। ২৭ তারিখ থেকে আবার কমবে। তখন আরও উন্নতি হবে।’

তিনি বলেন, ‘সর্বশেষ ২৪ ঘণ্টায় বন্যাকবলিত এলাকায় কম বৃষ্টি হয়েছে। তবে বরিশালে বেশি ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বন্যার কারণ হিসেবে বলা হচ্ছে, ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫০০-৭০০ মিলিমিটার বৃষ্টি হওয়া এবং উজানের ভারী বৃষ্টি। আর সাগরে জোয়ার বেশি ছিল লঘুচাপ ও পূর্ণিমার কারণে,তাই পানি সরে যেতে পারেনি।’

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, আগামী ১০ দিনে পরিস্থিতির অবনতি হবে না। ভারী বৃষ্টি হবে, তবে বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি হবে না।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework