প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমি এখনও ব্যক্তিগতভাবে বলতে পারি পরিবেশটা পুরোপুরি (নির্বাচনের) অনুকূলে নাই, আমি নৌকা চালাই। আমাকে নৌকা চালাতে হবে, সেটা প্রতিকূল হলেও চালাতে হবে।’
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে গণমাধ্যম সম্পাদকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে, সিইসিকে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনি প্রিসাইডিং অফিসারকে বলেছেন যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে লিভ ইট (বন্ধ করে দেবেন)। তাহলে পুরো দেশে যদি নির্বাচন ঠিকমতো না হয় তখন আপনি কী করবেন?’
এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তাহলে নির্বাচন হবে না, আবার হবে। তাহলে পুরো দেশে নির্বাচন বন্ধ হয়ে যাবে না, ওই কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দিয়ে আবার করব। উই হ্যাভ টু বি কারেজিয়াস, উই হ্যাব টু ডু দ্যাট।’
সিইসি বলেন, আমাদের বিষয়টা হচ্ছে, আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে উঠুক। এ জন্য সবাইকে নিরন্তর আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারিপত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।
কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।
এর আগে গত ২৪ অক্টোবর দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের ইসি আহসান হাবিব খান বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ অনুকুলে নেই, সম্পাদকদের পাঠানো ধারণাপত্রের এমন মূল্যায়ন বাস্তব।
এ সময় ইসি আহসান হাবিব আরও বলেন, ‘বিদ্যমান পরিবেশের আলোকে এটি লেখা হয়েছে। ভোটের পরিবেশ একেক সময় একেক রকম থাকে। বিদ্যমান পরিবেশে ভোটের আয়োজন করতে কমিশন বাধ্য।’
তবে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন কমিশনে সমন্বয়হীনতার যে কথা বলা হয়েছে তা সঠিক নয়।
মন্তব্য করুন