এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরসহ দুদফা দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারিরা। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য তারা জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সেবা বন্ধও করে দিয়েছেন।
দ্বিতীয় দিনে আজ (বুধবার, ২১ আগস্ট) সকালেও ইসির সামনে আইডিইএ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন।
তারা বলেন, এ প্রকল্পের আওতাধীন কর্মীদের অবিলম্বে আউটসোর্সিং থেকে রাজস্বের অধীনে নিয়ে আসতে হবে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধেরও ঘোষণা দেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। দাবি মেনে নেয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা।
ইসি সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের লোকবল ২ হাজার ২৬০ জন। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে ইসি।