বাংলাদেশে সফরে ইচ্ছুক সব বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসার অনুমোদন দিতে সেই দেশের দূতাবাসকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ কথা জানান।
গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশে এসে সরেজমিনে রিপোর্ট করতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানাচ্ছি।’
ওই বিবৃতিতে বলা হয়েছে, অন্যকোনো মাধ্যমের অতিরঞ্জিত রিপোর্টের দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা ভালো। বিদেশি সাংবাদিকদের ভিসা আবেদন দ্রুত অনুমোদন করার জন্য নয়াদিল্লি এবং হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তাই যে কেউ বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের কর্মক্ষমতা সম্পর্কে রিপোর্ট করতে চান তাকে স্বাগত জানাই।’
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের অধীনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।