আইফোন দিতে দেরি হওয়ার দোকানিকে মারধর

মিডিয়া এক্সপ্রেস ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৪, ০৭:৩৭ অপরাহ্ন

আইফোনের জন্য যেন উন্মাদনার শেষ নেই। এজন্য কেউ ১৭ ঘণ্টার দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন আবার কোথাও ভিড় সামলানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে আলাদা লোকবল। তবে এরমধ্যে আরেক বিচিত্র ঘটনা ঘটেছে। আইফোন দিতে দেরি হওয়ায় মারধরের শিকার হয়েছেন দোকানি। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। খবর এনডিটিভির।


গত ১২ সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়েছে আইফোন-১৫ সিরিজ। কিন্তু এটি বাজারে এসেছে শুক্রবার থেকে। ফলে এটিকে পেতে উন্মাদ হয়ে গেছেন ভক্তরা। এমন কাঙ্ক্ষিত বস্তু পেতে বিলম্ব হওয়ায় যে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলছেন তারা। এরমধ্যে দিল্লিতে আইফোন দিতে দেরির কথা জানিয়েছেন দোকানি। আর তাতেই মাথা গরম হয়ে যায় দুই ভক্তের। তারা আইন হাতে নিয়ে দোকানের কর্মচারীকে মারধর করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে মারামারির এ ভিডিও। এতে দেখা গেছে, দিল্লির উত্তরাঞ্চলে কমলা নগর মার্কেটে দুই গ্রাহক দোকানের দুই কর্মচারীকে মারধর করছেন। পরে পুলিশ ভিডিও দেখে তাদের শনাক্ত করে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, দিল্লির ওই দোকানটিতে আইফোন প্রথম দিনেই সরবরাহের কথা ছিল। তবে দোকানিরা ওই দুই গ্রাহককে আইফোন সরবরাহে দেরি হবে বলে জানান। এতে তারা খেপে যান।

সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই গ্রাহক এতটাই খেপে যান যে দোকানের ১০ জন কর্মচারী মিলেও তাদের আটকাতে পারেননি। তারা দোকানের কর্মচারীর ওপর হামলা করে কিল ঘুসি মারতে থাকেন। এসময় তাদের হামলায় দোকানের কর্মীদের টি-শার্টও ছিঁড়ে যায়।

ভারতের প্রথম অ্যাপল স্টোর মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সেও (বিকেসি) শুক্রবার আইফোনের নতুন সিরিজটি হাতে পেতে বিভিন্ন স্থানে ক্রেতাদের আসার খবর পাওয়া গেছে। প্রথম দিনেই এটি হাতে পেতে আহমেদাবাদ এবং বেঙ্গালুরুর মতো স্থান থেকেও অনেক লোকজন মুম্বাইয়ে গেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

দেশটির বার্তা সংস্থা এএনআইকে একজন আইফোন ক্রেতা বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আমি এখানে রয়েছি। ভারতের প্রথম অ্যাপল স্টোরে প্রথম আইফোন পাওয়ার জন্য আমি ১৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমি আহমেদাবাদ থেকে এখানে আইফোন প্রথমেই পাওয়ার জন্য এসেছি।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework