রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি ঘটনাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। বিষয়টি নিয়ে মামলার কথা শোনা গেলেও পরে জানা গেছে মীমাংসা হয়েছে।
মারামারির ঘটনার পরদিন সোমবার (২ অক্টোবর) মিরপুরের পল্লবী থানায় ঘটনাটির মীমাংসা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক কালবেলাকে বলেন, ঘটনার পরদিন ছয়জনের নামে অভিযোগ নিয়ে পল্লবী থানায় গিয়েছিলেন আয়োজক কমিটি।
এ সময় চিত্রনায়ক শরীফুল রাজ, পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামুল, পরিচালক মোস্তফা কামাল রাজের অ্যাসিস্ট্যান্স সোহাগ, পরিচালক মোহন আহমেদ,পরিচালক আজহারুল হক আদিল ও সহকারী পরিচালক তারেকের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
তবে অভিযোগটি মামলা পর্যন্ত গড়ায়নি বলে কালবেলাকে জানিয়েছেন ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া।
তিনি বলেন, অভিযোগ নিয়ে এসেছিলেন তবে শেষ পর্যন্ত মামলা হয়নি বরং ঘটনাটির আপসনামা (মীমাংসা) হয়েছে।
এদিকে, মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ৮ দলের অধিনায়ক নিয়ে বৈঠক করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির এক সদস্য।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে এ নিয়ে বৈঠক আছে। আমরা আশা করছি আগামী ১৬ ও ১৭ তারিখ খেলা হতে পারে।
মন্তব্য করুন