তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের প্রকৃত আহ্বান পৌঁছে দিয়ে ঈমানী মূল্যবোধ তৈরীর মধ্যদিয়ে তাদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে আগামীর বাংলাদেশ তৈরির লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার কেরানীগঞ্জের শহীদ আব্দুল মালেক মিলনায়তনে সাধারণ ছাত্রদের নিয়ে সাধারণ সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণের অধঃস্থন কেরানীগঞ্জ (উত্তর) থানা শাখা।
কেরানীগঞ্জ (উত্তর) থানা শাখার সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল লতিফের সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক আবু ফাত্তাহ খান এবং বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাবিদ প্রকৌশলী তৌফিক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি মাহবুবুর রহমান বলেন, তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ঈমানী মূল্যবোধ তৈরীর মধ্যদিয়ে তাদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর মাধ্যমে আগামীর বাংলাদেশ তৈরির জন্য ছাত্র শিবিরকে প্রধান ভূমিকা রাখতে হবে।
সাধারণ ছাত্রদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ প্রদত্ত ও রাসূলুল্লাহ (সাঃ) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন। ছাত্রশিবির চায় ছাত্র সমাজকে সাহাবায়ে কেরামদের উত্তরসূরী হিসেবে তৈরি করতে এবং ঈমানী মূল্যবোধের ভিত্তিতে যেন তারা তাদের জীবন পরিচালনা করে এবং সর্বসাধারণের কাছে এই দাওয়াত পৌঁছে দেয়। নিজেদের জীবনকে আল্লাহর রঙে রাঙিয়ে আদর্শ হিসেবে একমাত্র রাসূল (সাঃ) কে এবং কুরআনকে নিজেদের জীবন ও রাষ্ট্র পরিচালনার পাথেয় হিসেবে গ্রহণ করে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ছাত্র সমাজকে ছাত্রশিবিরের সাথে শামিল হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বায়তুলমাল সম্পাদক আবু ফাত্তাহ খান বলেন, একমাত্র ঈমানী মূল্যবোধের ভিত্তিতেই একজন মানুষ সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশের জন্য ভূমিকা রাখতে পারে। এছাড়া তিনি আরো বলেন, এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সকল প্রকার হিংসা-বিদ্বেষ ও রেষারেষি ভুলে গিয়ে সামগ্রিক ঐক্যের, বিশেষত ইসলামী দলসমূহের ঐক্যের এবং তিনি ইসলামী দলগুলোর প্রতি সামগ্রিক ঐক্যের জন্য উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রকৌশলী তৌফিক হাসান। তিনি তার বক্তব্যে ইসলাম রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কায়েম করতে ছাত্র সমাজকে ক্যারিয়ার গঠনের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য পরামর্শ দেন।
মন্তব্য করুন