অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র-জনতার আন্দোলনের সুফল পাওয়া যাবে না। আগামীর পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার করারও আহবান জানান ফখরুল।
শেখ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন দপ্তরে রয়েছে বলে জানান মির্জা ফখরুল। বলেন, এই দোসরদের কারণে যেন কোনো প্রতিবিপ্লব না ঘটে সেদিকেও ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে নজর রাখতে হবে।
মন্তব্য করুন