যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সেখান থেকে শারদীয় দুর্গাপূজার মধ্যে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হবে। না হলে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেবে বিএনপি। এর মধ্য দিয়ে সরকার পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে। যুগপৎ আন্দোলনের শরিকরাও তাদের নিজস্ব সমাবেশ থেকে পৃথকভাবে এ কর্মসূচি ঘোষণা করবে।
বিএনপি সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজার মধ্যে মাঠে বড় কোনো কর্মসূচি থাকবে না। তবে এই সময়ে ঘরোয়া কিছু কর্মসূচি থাকতে পারে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই জনসমাবেশ থেকে দুর্গাপূজা চলাকালীন সময়ের মধ্যে একদফা দাবি মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ছিল বিএনপির। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা থেকে সরে এসেছে দলটি।
জানা গেছে, নয়াপল্টনে আজকের জনসমাবেশটি মহাসমাবেশের আদলে অনুষ্ঠিত হবে। বিপুল উপস্থিতি ঘটিয়ে সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন ধরে ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুবসমাবেশ, শ্রমিক কনভেনশন, ছাত্র কনভেনশনের মতো সিরিজ কর্মসূচি করেছে দলটি। জনসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।
মন্তব্য করুন